নিজস্ব প্রতিবেদক | ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১:৩২ অপরাহ্ণ
সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র জিএম পদে পদোন্নতি পেয়েছেন দুই জিএম। এরা হলেন- মোহাম্মদ সামিউল ইসলাম এবং মোহাম্মদ আসাদুর রহমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে ডিএসইর এইচআর এবং এডমিনের দায়িত্বে থাকা মোহাম্মদ সামিউল ইসলামকে জিএম (জেনারেল ম্যানাজার) থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ আসাদুর রহমানকে জিএম থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য দুই যুগের বেশি সময় ধরে ডিএসইর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছে মোহাম্মদ সামিউল ইসলাম। অন্যদিক, এক যুগের বেশি সময় ধরে ডিএসইর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে মোহাম্মদ আসাদুর রহমান।
বাংলাদেশ সময়: ১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan