• পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান ফখরুল ইসলাম

    বিবিএ নিউজ.নেট | ১৬ মে ২০২২ | ৫:৪৪ অপরাহ্ণ

    পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান ফখরুল ইসলাম
    apps

    পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন মেট্রো গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম।

    শনিবার (১৪ মে) চট্টগ্রামের হোটেল রেডিস ব্লুতে অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন বলে পদ্মা ইসলামী লাইফ সূত্রে জানা গেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    ফখরুল ইসলাম এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদোক্তা ও পরিচালক ছিলেন। ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়ে তিনি কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এবং ইসি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশে ইসলামী বীমা ব্যবসার একজন অন্যতম উদ্যোক্তা।

    উল্লেখ্য, ২০০০ সালে ৩ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে দেশের লাইফ বীমা খাতে ব্যবসা শুরু করে পদ্মা ইসলামী লাইফ। পরবর্তীতে কোম্পানিটির পরিশোধিত মূলধন দাঁড়ায় ৩২ কোটি ৪০ লাখ টাকা।


    রাজধানীর বাংলামোটরে কোম্পানিটির সদর দফতর। ফখরুল ইসলামের আগে কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ড. এন আর এম বোরহান উদ্দিন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ মে ২০২২

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ ক্যালেন্ডার

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি