| সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 567 বার পঠিত
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের কক্সবাজার আনন্দ ভ্রমন ও বার্ষিক সম্মেলন-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মানিত সদস্য গকুল চাঁদ দাস, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহঃ রেজাউল ইসলাম ও (যুগ্ম সচিব) খলিল আহমদ, পরিচালক (উপ-সচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ৪ হাজার কর্মকর্তা/কর্মী অংশগ্রহণ করেন।
Posted ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed