নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 30 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৭৩ তম বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় পপুলার লাইফের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান কবির আহমেদ পুননির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ জহিরুল ইসলাম ১৯৮২ সালে ০৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার টহরাবৎংরঃু ড়ভ ঈধহনবৎৎধ থেকে ইধপযবষড়ৎ ড়ভ ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. পরিচালক, দাবি কমিটি, রিয়েল এস্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন। পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লি., পিএইচপি স্পিনিং মিলস লি., পিএইচপি ইস্পাত লি. ও পিএইচপি কটন মিলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস্ লি., পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস্ লি., পিএইচপি স্টিল ওয়ার্কস লি., পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ লি., পিএইচপি পেট্রো রিফাইনারি লি., পিএইচপি এগ্রো প্রোডাক্টস্ লি.,দিনা কোল্ড স্টোরেজ লি., পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লি., বে টারমিনাল এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি., পিএইচপি ফিশারিস লি., পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্টস লিঃ, পিএইচপি অটোমোইলস্ লি. ও পিএইচপি মটরস্ লি. এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।
কবির আহমেদ ১৯৭৫ সালে ১ জুন ঢাকার ধানমন্ডিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি অত্র কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাছাড়াও তিনি পপুলার জুট এক্সচেঞ্জ লি., পপুলার জুট মিলস লি, পপুলার ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ কো. লি.,তেজগাঁও ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন কো. লি. এবং পিপলস ইক্যুইটিস লি. (মেম্বার ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি পিপলস ইন্সু্যুরেন্স কোম্পানি. লি., পপুলার ইক্যুইটিস লি. এবং কুমিল্লা ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ লি. এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
Posted ৮:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy