বিবিএনিউজ.নেট | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | 518 বার পঠিত
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ১৬ জন গ্রাহকের বীমাদাবির মোট ৩ কোটি ২ লাখ ৩৫ হাজার ১১৯ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস এবং প্রধান বক্তা ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ। অন্যদের মধ্যে রক্তব্য রাখেন ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মো. হাবিবুর রহমান প্রমুখ।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed