
বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ | প্রিন্ট | 2011 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মো. মোতাহার হোসেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, ২০২০ সালে পপুলার লাইফের গ্রস প্রিমিয়াম আয় ২১৭ কোটি ৪৯ লাখ টাকা কমে ৫৯০ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে। যা ২০১৯ সালে ছিল ৮০৮ কোটি ৩৬ লাখ টাকা, ১ম বর্ষ প্রিমিয়াম ২৬০ কোটি ৯ লাখ টাকা কমে ২৩৯ কোটি ৭১ লাখ টাকা হয়েছে। যা ২০১৯ সালে ছিল ৫০০ কোটি ৬১ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম ২১৭ কোটি ৪৭ লাখ টাকা কমে ৫৯০ কোটি ৭৬ লাখ টাকা হয়েছে, যা ২০১৯ সালে ছিল ৮০৮ কোটি ২৩ লাখ টাকা।
লাইফ ফান্ড ৬৩ কোটি ২৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৫৮ কোটি ১৫ লাখ টাকা হয়েছে। যা ২০১৯ সালে ছিল ১ হাজার ৬৯৪ কোটি ৮৬ লাখ টাকা, মোট সম্পদ ৮৩ কোটি ৭০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২ হাজার ৩৪৮ কোটি ৯৮ লাখ টাকা হয়েছে। যা ২০১৯ সালে ছিল ২ হাজার ২৬৫ কোটি ২৮ লাখ টাকা। পাশাপাশি দাবি পরিশোধের পরিমাণ আগের চেয়ে কিছুটা কমেছে। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ৩৩৯ কোটি ৯১ লাখ টাকা, যা আগের বছর ছিল ৫০৬ কোটি ৬২ লাখ টাকা। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২০২০ সালে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭২ কোটি ৯৪ লাখ টাকা যা ২০১৯ সালে ছিল ১ হাজার ৭৬৩ কোটি ১৯ লাখ টাকা। যা কোম্পানির ভীত মজবুত করতে সহায়তা করবে।
সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০২০ সালের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক হাসান আহমেদ, ইঞ্জিনিয়ার এম এ তাহের, নুর জাহান আহমেদ, কবির আহমেদ পাবলিক শেয়ারহোল্ডার মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আমির হোসেন চৌধুরী স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবু কাউসার, মোহাম্মদ হাবিবুল বাহার ও মোহাম্মদ আতিক আকবরসহ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। এ সময় শেয়ারহোল্ডারদের উদ্যেশ্যে বক্তব্য প্রদান করেন কোম্পানির চেয়ারম্যান মো. মোতাহার হোসেন। শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy