বিবিএনিউজ.নেট | ০১ জানুয়ারি ২০২০ | ১২:৪৯ অপরাহ্ণ
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ খাতের প্রতিষ্ঠান এমবি ফার্মাসিউটিক্যালস পরিচালনা পর্ষদের পরিচালকদের ছাড়া ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে।
মঙ্গলবার কোম্পানির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় শেয়াহোল্ডারদের জন্য ৩০ শতাংশ
নগদ লভ্যাংশ অনুমোদন করে কর্তৃপক্ষ।
সভায় স্বতন্ত্র পরিচালক ছাড়া অন্য কোনো পরিচালক উপস্থিত ছিলেন না। এ বিষয়ে শেয়ারহোল্ডাররা জানতে চাইলে জানানো হয় ব্যবস্থাপনা পরিচালক অসুস্থ থাকায় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন উল্লেখ করলেও অন্য পরিচালকদের বিষয়টি চেপে যান।
সভায় সভাপতিত্ব করেন স্বতন্ত্র পরিচালক রুহুল কুদ্দুস। উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক এ এফ এম আজিম। এছাড়া কোম্পানির সিএফও, সেক্রেটারি, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed