বিবিএনিউজ.নেট | ০৭ আগস্ট ২০২০ | ১:৪৪ অপরাহ্ণ
চন্দ্রিমা উদ্যানের সড়কে রত্না নামের পর্বতারোহীকে পিষে ফেলল এক ভক্সওয়াগন। রত্না এই সড়কে প্রতিনিয়ত সাইকেল চালাতেন। যিনি পাহাড়কে জয় করলেন তিনি হেরে গেলেন একটি গাড়ির কাছে। তাঁকে এমনভাবে ক্রিসেন্ট লেকের পাশের রাস্তায় পিষে ফেলা হলো তা মর্মান্তিক।
আজ শুক্রবার সকাল ১১টার এই ঘটনা দেশের পর্বতারোহীদের মনকে বিষাদে পরিণত করলো। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ভক্সওয়াগন রত্নাকে সাইড নিয়ে সাইকেল সমেত তার ওপর গাড়ি তুলে দেয়।পড়ে আছে রত্নার বাইসাইকেল
রেশমা নাহার রত্না পেশাগত জীবনে তিনি স্কুল শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কাজে যুক্ত ছিলেন। গত বছর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে দুটো ৬ হাজার মিটার পর্বতারোহণ করেন।
রত্না দৌঁড়াতে ভালোবাসতেন। প্রচুর বই পড়তেন। খুব অল্প বয়সেই একটি বেপরোয়া গাড়ি রত্নার জীবনপ্রদীপ নিভিয়ে দিল। যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার শুভাকাঙ্ক্ষী পর্বতারোহীরা।
বাংলাদেশ সময়: ১:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | ali ahmed