বিবিএ নিউজ.নেট | ২৪ জুন ২০২১ | ৬:১৯ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
২০২০ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
এ সময় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৮৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৯ টাকা ৭৫ টাকা। আগের বছর যা ছিল ৪৪ টাকা ৯ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮১ পয়সা। আগের বছর যা ছিল ৫ টাকা ৪৮ পয়সা।
আগামী ২৫ আগস্ট এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই।
বাংলাদেশ সময়: ৬:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy