বিবিএনিউজ.নেট | ২৭ জুন ২০১৯ | ১১:০৩ এএম
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা বুধবার কোম্পানির অন্যতম পরিচালক এ কে এম রহমতউল্লাহ এমপির সভাপতিত্বে গুলশানস্থ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় বিদায়ী ২০১৮ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির পরিচালক আলমগীর সামসুল আলামিন, সুস্মিতা আনিস, সৈয়দ আব্দুস সোবহান, এম এ মাজেদ, পারভীন আক্তার, রোজিনা আফরোজ, কাজী হাবিবুল হক, কনসালট্যান্ট কিউ এ এফ এম সিরাজুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
২০১৮ সালে কোম্পানি প্রিমিয়াম আয় করেছে ৩০১.১৬ কোটি টাকা এবং নিট মুনাফা অর্জন করেছে ৩৩.২৬ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১১:০৩ এএম | বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed