| ৩১ মে ২০২৩ | ৩:১৩ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভূক্ত নন লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার। সভা সঞ্চালনা করে কোম্পানি সচিব এস এম মিজানুর রহমান।
সভায় কোম্পানির সমাপ্ত অর্থবছরের উপর আলোচনা করেন কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিনিয়োগকারীরা। পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২২ সালে মোট প্রিমিয়াম আয় হয়েছে ৩শত ১১ কোটি ১৪ লাখ টাকা। যা গত বছরের চেয়ে ২৪ কোটি ২২ লাখ টাকা বেশি। এছাড়া প্রতিষ্ঠানটির অবলিখন মুনাফা দাড়িয়েছে ৬২ কোটি ৬৬ লাখ টাকা। দাবি পরিশোধ করেছে ৩২ কোটি ১৫ লাখ টাকার বিপরীতে ১৯৮ কোটি টাকার বেশি এফডিআর রয়েছে।
সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির অন্যান্য আলোচ্যসূচির সাথে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে অনুমোদন লাভ করে।
বাংলাদেশ সময়: ৩:১৩ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |