| ২১ ডিসেম্বর ২০২০ | ৫:১৯ অপরাহ্ণ
দেশের রাষ্ট্রীয় পাটকলগুলোতে গত পাঁচ দশকে রাষ্ট্রীয় আধুনিকায়নের জন্য কোনো বিনিয়োগ হয়নি। অর্থের সঙ্কট নয় বরং সদিচ্ছার অভাবেই পাটশিল্পের কারখানাগুলো লোকসানের মুখ দেখছে। যন্ত্রপাতি আধুনিকায়নের পদক্ষেপ নিলেই লোকসানি পাটকলগুলোকে লাভজনক করা সম্ভব’ বলে মত দিয়েছে ‘সর্বজন কথা’ নামের একটি সংগঠন।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পাটকল-চিনিকল বিষয়ে সরেজমিন গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মতামত জানানো হয়।
এ সংবাদ সম্মেলনে অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা বলেন, চলতি বছরের ২ জুলাই ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে দেয় সরকার। করোনার সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ যখন বিপুল প্রণোদনার মাধ্যমে মানুষের কর্মসংস্থান ধরে রাখার চেষ্টা করছে তখন বাংলাদেশ সরকার বিপুল পরিমান জমিসহ পাটকলগুলো বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়েছে। খুলনার খালিশপুরসহ দেশের বিভিন্ন মিল এলাকায় হাজার হাজার
শ্রমিকের পাওনা টাকা পরিশোধ না করেই তাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। পাওনা পরিশোধ না করে কোনোভাবেই শ্রমিককে তার বাসস্থান থেকে উচ্ছেদ করার কথা নয়। কিন্তু এই কাজ করে সরকার নিজেই শ্রম আইন লঙ্ঘন করছে।
বাংলাদেশ সময়: ৫:১৯ অপরাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | motaleb hossen