নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি ২০২৩ | ৭:৪৪ অপরাহ্ণ
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আজ বৃহস্পতবিার (১২ জানুয়ারি) শুরু হয়েছে পার্বত্য মেলা-২০২৩।
মেলা উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
পার্বত্য মেলা রাজধানীতে এক টুকরো পাহাড়ী জনপদ, সংস্কৃতি বিনিময়ের এই উৎসবে পাহাড়ের মানুষ নগরবাসীকে তাদের জীবনের আভাস দিতেই প্রতিবছর অনুষ্ঠিত হয় এই মেলা। প্রতি বছররে মতো এবারও পার্বত্য মেলা আয়োজন করতে যাচ্ছে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী চলবে এই মেলা।
মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, দীপংকর তালুকদার (এমপি) সহ প্রমুখ।
প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবন-কৃষ্টি ও সংস্কৃতি, পোশাক-পরিচ্ছেদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশে এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে মানুষের কাছে প্রচার হচ্ছে।
মেলা প্রতদিনি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এইবারের মেলায় ১০৩টি স্টল থাকব। মেলার স্টলে পার্বত্য জেলায় উৎপাদিত কৃষি পণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী কোমর, তাঁতে বোনা পণ্য, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার দ্রব্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। এছাড়া মেলা চলাকালীন পার্বত্য জেলার শিল্পীদের অংশগ্রহণে প্রতদিন বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরবেশিত হবে। আগামী ১৫ জানুয়ারি বিকাল ৩টায় পার্বত্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতত্বি করবেন পার্বত্য চট্টগ্রাম বষিয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর। পার্বত্য জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে এই মেলা আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এই মেলার উদ্দেশ্য হলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নানা ধরনের পণ্যের পরিচিতি এবং প্রচার করা।
বাংলাদেশ সময়: ৭:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |