নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৫৩ অপরাহ্ণ
বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের ৮৫৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় চার কমিশনার উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বে-মেয়াদি ফান্ড পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দুই কোটি টাকা দিয়েছে। বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ সময়: ৭:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | rina sristy