| বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 161 বার পঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক অনুমোদন সাপেক্ষে পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (ট্রাস্টি) পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টর অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন তালুকদার এবং পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন।
Posted ৮:১৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy