নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 115 বার পঠিত
পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম আজিজুল হোসেনের নিয়োগ নবায়নের অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
কোম্পানির গত ৯ মে তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন বছরের জন্য এ অনুমোদন দেওয়া হয়।
৪ জুলাই আইডিআর’র উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ অনুমোদনের কথা জানানো হয়।
আজিজুল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
২০২১ সালে তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহনের পূর্ব পর্যন্ত কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | rina sristy