নিজস্ব প্রতিবেদক | ০৮ আগস্ট ২০২২ | ১২:৪৯ অপরাহ্ণ
আরও এক দফা বাড়ানো হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ। ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে আজ ৮ আগস্ট থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৬৯ দফা বাড়ানো হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ ৬৮ দফায় গত ২১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। এর আগে প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।
বাংলাদেশ সময়: ১২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan