বিবিএনিউজ.নেট | রবিবার, ১৪ জুলাই ২০১৯ | প্রিন্ট | 529 বার পঠিত
পূবালী ব্যাংক লিমিটেডের অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের দ্বিতীয় সম্মেলন-২০১৯ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম আজিজুল হক। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম চৌধুরী।
সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আখতার হামিদ খান উপস্থিত ছিলেন। এ সময় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, সব অঞ্চলপ্রধান ও করপোরেট শাখাপ্রধান এবং জ্যেষ্ঠ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এম আজিজুল হক ভালো ঋণগ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে ব্যাংক পরিচালনার জন্য নির্দেশ দেন। ব্যাংকিং নীতিমালার যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, এদিকে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য তিনি আহ্বান জানান। সম্মেলনে ২০১৯ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা হয়।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed