| মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 818 বার পঠিত
চট্টগ্রামে পূবালী ব্যাংকের চকবাজার শাখা থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। এর আগে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রিজভী (৩৪) ও অফিসার চন্দন দে (৪২)।
ওসি বলেন, গত ৭ জানুয়ারি ব্যাংকের কয়েকজন গ্রাহক, ম্যানেজার ও কর্মকর্তাদের সহায়তায় চারটি চেকের মাধ্যমে ১২ কোটি ৮৫ লাখ টাকা পূবালী ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে আত্মসাৎ করেন অভিযুক্তরা। এ ঘটনায় পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপক মো. মনজুর ইসলাম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।
Posted ১০:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed