
| রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 324 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানিটির অনুমোদিত এবং পরিশোধিত মূলধন ২ হাজার কোটি এবং ১ হাজার ২৮ কোটি ২৯ লাখ টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ১ হাজার ৮১১ কোটি ৯৩ লাখ টাকা।
১৯৮৪ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এর মোট শেয়ার সংখ্যা ১০২ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ২১৯টি।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy