• প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ ২০২১ | ৬:৪২ পিএম

    প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
    apps

    সর্বশেষ হিসাববছরের (৩১ ডিসেম্বর ২০২০) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। এর আগের আর্থিক বছরে ২ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
    জানা যায়, আলোচিত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৩৮ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.১৪ টাকা।
    গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬.৬২ টাকা।
    আগামী ৩ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।
    ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৬০ কোটি টাকা এবং ৩৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৮ কোটি ৬৩ লাখ টাকা। এ কোম্পানির ৩ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৪৭২টি শেয়ারের মধ্যে ৪৮.৪৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯.৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশি এবং ৪১.৮১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার ১১৯ টাকা ৫০ পয়সা লেনদেন হয়। এদিন এ কোম্পানির মোট এক লাখ ৪৮ হাজার ৫৯৮টি শেয়ার ৬৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা।
    উল্লেখ্য, লভ্যাংশ সংক্রান্ত ঘোষনার কারণে আগামীকাল এ কোম্পানির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা থাকবেনা।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৬:৪২ পিএম | সোমবার, ০৮ মার্চ ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত