নিজস্ব প্রতিবেদক | ০২ জুন ২০২১ | ১১:৪৯ পূর্বাহ্ণ
অদূর ভবিষ্যতে দেশে সাবমেরিন কেবল ব্যান্ডউইডথের ঘাটতি হতে পারে বলে সম্প্রতি কিছু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া খবর প্রকাশ করে। এর প্রতিবাদে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দেশে চলমান ব্যান্ডউইডথ চাহিদা পূরণের জন্য কিছু পরিকল্পনা ও প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসএম ডাব্লিউ-৪ এবং এসএমডাব্লিউ-৫ বিভিন্ন আপগ্রেডেশন হওয়ার কারণে এসএমডাব্লিউ-৬ উদ্বোধনের আগ পরযন্ত বিএসসিসিএল সম্পূর্ণরূপে দেশের সাবেমেরিন চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
বিএসসিসিএল মনে করে অদূর ভবিষ্যতে দেশে সাবমেরিন কেবল ঘাটতি সম্পর্কে মিডিয়াগুলোতে যে উদ্বেগ দেখা দিয়েছে তা দূর হবে। আরও বিস্তারিত জানার জন্য বিএসসিসিএলের ওয়েবাসাই ভিজিটের জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan