| সোমবার, ০৬ জুন ২০২২ | প্রিন্ট | 327 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসেন। এ সময় পরিচালনা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আব্দুল মালেক, সৈয়দ মোহাম্মদ জান, নাসির লতিফসহ স্বতন্ত্র পরিচালক সান্তোস শর্মা, মোহাম্মদ জামালউদ্দিন ও উপদেষ্টা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শিহাব উল্লাহ আল মনজুর, কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল এফসিএ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক (সিসি)।
সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম ২৮ কোটি ৯০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২৫০ কোটি ৬৫ লাখ টাকা হয়েছে, যা ২০২০ সালে ছিল ২২১ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ কোটি ২৭ লাখ টাকা, যা আগের বছর ছিল ৯৮ কোটি টাকা। তবে সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটি অবলিখন মুনাফা অর্জনে সাফল্য দেখিয়েছে। আলোচ্য ২০২১ সালে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ৪০ কোটি ৮৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩২ কোটি ২ লাখ টাকা। পাশাপাশি দাবির পরিশোধের পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ২২ কোটি ২৬ লাখ টাকা, যা আগের বছর ছিল ১২ কোটি ৭২ লাখ টাকা।
আবার মোট সম্পদ ও শেয়ারহোল্ডার ইক্যুয়িটির ক্ষেত্রেও আগের বছরের তুলনায় অনেকাংশে এগিয়ে গেছে। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৭ কোটি ৯৭ লাখ টাকা, যা ২০২০ সালে ছিল ৫১৪ কোটি ৪৪ লাখ টাকা এবং শেয়ারহোল্ডার ইক্যুয়িটির পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৯৭ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৩৫০ কোটি ৯৮ লাখ টাকা। একবছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদ ও শেয়ারহোল্ডার ইক্যুয়িটি বেড়েছে যথাক্রমে ৫৩ কোটি ৫৩ লাখ টাকা এবং ২৪ কোটি ৯৯ লাখ টাকার বেশি।
বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২০ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ৫.৭২ টাকা, যা আগের বছর ছিল ৪.০৭ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ৫৭.৩২ টাকা, যা ২০২০ সালে ছিল ৫৩.৫১ টাকা। বিনিয়োগকারীদের জন্য ঘোষিত সর্বোচ্চ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভার অন্যান্য আলোচ্যসূচি বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
Posted ২:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২
bankbimaarthonity.com | rina sristy