| সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 246 বার পঠিত
প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসির মধ্যে একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রগতি ইন্স্যুরেন্সের বীমা পণ্য বিক্রয় করতে পারবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর বনানীস্থ প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম এবং প্রগতি ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ আল-মঞ্জুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এবং চিফ ব্যাঙ্কাসুরেন্স অফিসার নুরুল আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রগতি ইন্স্যুরেন্সের এডভাইজার মোহাম্মদ রেজাউল করিম, এএমডি অ্যান্ড হেড অব এডমিন এন্ড এইচআর মেজর সাদাত মো. মুসা (অব.), সিএফও অমর কৃষ্ণ শীল এফসিএ, এএমডি এন্ড হেড অব বিসিডি মো. মামুনুল হাসান এসিআইআই (ইউকে) এবং ইভিপি এন্ড হেড অব বাংকাস্যুরেন্স মো. মনজুর হোসাইন উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রিমিয়ার ব্যাংক পিএলসির এসইভিপি ও চিফ এইচআর অফিসার মামুন মাহমুদ, এসইভিপি ও হেড অব অপারেশন মো. নকিবুল ইসলাম, হেড অব ব্র্যান্ড, মার্কেটিং এবং পিআরডি মো. তারেক উদ্দিন, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | rina sristy