বিবিএনিউজ.নেট | ০৩ ডিসেম্বর ২০২০ | ১১:০৮ পূর্বাহ্ণ
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপ সেবা চালু করেছে। সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) মো. শাহ আলম। সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নিবাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।
এই অ্যাপের মাধ্যমে প্রগতি লাইফের যে কোনো গ্রাহক প্রিমিয়াম পরিশোধ, লেনদেন পর্যবেক্ষণ, পলিসি তথ্যসহ বিভিন্ন প্রকার সেবা গ্রহণ করতে পারবেন। যে কেউ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১১:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed