
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | প্রিন্ট | 338 বার পঠিত
বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ২ কোটি ৫৮ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৯ কোটি ২০ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৯ কোটি ৭২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৭৯ কোটি ২৮ লাখ টাকা।
এদিকে, ২ প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ৪ কোটি ৭২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৯ কোটি ২০ লাখ টাকা। আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ১০ কোটি ৯৩ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৭৯ কোটি ২৮ লাখ টাকার।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan