নিজস্ব প্রতিবেদক | ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সকে শোকজ করেছে দেশের প্রধান শেয়ারবাজার বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বেশ কিছু দিন ধরে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানি কর্তৃপক্ষের কাছে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষনে দেখা যায়, প্রগতি লাইফের শেয়ার দর গত ১৮ ডিসেম্বর ছিল ১১১.২০ টাকায়। যা ১৫ জানুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৪৮.৫০ টাকায়। অর্থাৎ গত ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৩৭.৩০ টাকা বা ৩৪ শতাংশ।
বাংলাদেশ সময়: ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |