বিবিএনিউজ.নেট | বুধবার, ২২ মে ২০১৯ | প্রিন্ট | 907 বার পঠিত
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি দেশের স্বনামধন্য অলাভজনক প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের সাথে গ্রুপ স্বাস্থ্য ও জীবনবীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের সিইও মো. জালালুল আজিম ও সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহেদা ফিজ্জা কবীর স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীন প্রগতি লাইফ, সাজেদা ফাউন্ডেশনের সাড়ে ৩ হাজার কর্মী ও তাদের পরিবারের সদস্যদের গ্রুপ স্বাস্থ্য ও জীবনবীমার সেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মো. রফিকুল আলম ভূঁইয়া ও ভিপি (গ্রুপ বীমা)-কে এম আহসান উল্ল্যাসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ২:১৮ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed