নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
অ্যাকচ্যুয়ারিয়াল পেশার বিকাশ ও নিয়ন্ত্রণে “অ্যাকচ্যুয়ারিয়াল ইনস্টিটিউট অব বাংলাদেশ (এআইবি)” নামে একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ অ্যাকচ্যুয়ারি অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রস্তুত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং এ বিষয়ে মতামত আহ্বান করেছে সংস্থাটি।
আইডিআরএ তাদের ওয়েবসাইটে গত ৩০ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে। সংস্থার নির্বাহী পরিচালক (আইন) মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে বীমা শিল্প ও অন্যান্য পেশায় অ্যাকচ্যুয়ারিয়াল পেশার সুষ্ঠু ব্যবস্থাপনা, শিক্ষাদান, প্রশিক্ষণ ও পরীক্ষাসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা জরুরি ও সময়োপযোগী।
চিঠিতে বলা হয়েছে, খসড়া অধ্যাদেশের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ ও সাধারণ জনগণের লিখিত মতামত আগামী ১৬ অক্টোবর-এর মধ্যে ই-মেইলে পাঠাতে হবে। মতামতের সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকোষ ফন্টে) এবং (পিডিএফ) কপি ই-মেইলে (officerlaw@idra.org.bd, mourynoshin@gmail.com, nupur88102@gmail.com) ) পাঠাতে অনুরোধ করা হয়েছে।
আইডিআরএর চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ই-মেইল ব্যতীত হার্ডকপি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে মতামত না পাওয়া গেলে কর্তৃপক্ষ তা ‘কোনো আপত্তি বা মতামত নেই’ বলে ধরে নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy