বিবিএনিউজ.নেট | ১৭ আগস্ট ২০২০ | ২:৫৬ অপরাহ্ণ
আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে শুরু হবে প্রাথমিক অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প। এই ক্যাম্পকে সামনে রেখে ৪৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে।
তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। তবে ক্যাম্পে যোগ দেওয়ার আগে সবাইকে করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম গ্রুপের ১৫ জন ক্রিকেটারদের করোনা টেস্টের ফলাফলে সবাই নেগেটিভ হয়েছেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
১৫ জন ক্রিকেটার ছাড়াও ১২ জন সাপোর্ট স্টাফেরও করোনা পরীক্ষা করানো হয়। তাদেরও সবার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ প্রথম ধাপের ২৭ জনের সবার নেগেটিভ ফলাফল এসেছে। সোমবার সবাই ক্যাম্পের জন্য বিকেএসপিতে চলে গেছেন।
বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘প্রথম ধাপে ১৫ জন ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা টেস্ট করানো হয়েছিল। তাদের সবার করোনা নেগেটিভ এসেছে। তারা ক্যাম্পের জন্য প্রস্তুত। ’
প্রথম ধাপের মতো ১৮ আগস্ট দ্বিতীয় ধাপে এবং ২০ আগস্ট তৃতীয় ধাপে বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাকে বিসিবির অধীনে আইসোলেসনে রাখা হবে।
বাংলাদেশ সময়: ২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed