নিজস্ব প্রতিবেদক | ২৪ এপ্রিল ২০২০ | ৩:৪৫ অপরাহ্ণ
প্রথম প্রাান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের। বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানাা যায়, আলোচিত প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৮পয়সা। গত বছর একই প্রান্তিকে তা ছিল ১১ পয়সা। যাা আগের বছরের তুলনায় ২৭ পয়সা বেশি। ব্যাংকটির একক ইপিএসও হয়েছে ৩৮ পয়সা। এটিও আগের বছর ১১ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভপিএস) ছিল ১৭ টাকা ৩৮
আলোচিত প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনএসিএফপিএস) ছিল ঋণাত্মক, যা মাইনাস ৫.৬৫ টাকা ছিল।
বাংলাদেশ সময়: ৩:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan