• প্রথম মাসে শূন্যের বৃত্ত ছাড়াল এডিপি বাস্তবায়নের হার

    বিবিএনিউজ.নেট | ২১ অগাস্ট ২০১৯ | ১২:৪৮ পিএম

    প্রথম মাসে শূন্যের বৃত্ত ছাড়াল এডিপি বাস্তবায়নের হার
    apps

    কাগজপত্র প্রস্তুত করাসহ নানা কারণে প্রতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার প্রায় শূন্যের কাছাকাছি থাকে। গত অর্থবছরেও (২০১৮-১৯) এডিপি বাস্তবায়নের হার ছিল শূন্য দশমিক ৫৭ শতাংশ। সেই তুলনায় বর্তমান অর্থবছরে (২০১৯-২০) এডিপি বাস্তবায়নের হার বেশ বেড়েছে। এই অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়নের হার ১ দশমিক ৮৪ শতাংশ। টাকায় যার পরিমাণ ৩ হাজার ৯৫১ কোটি।

    মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা হয়। সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এডিপির বাস্তবায়ন হারের এই অগ্রগতিকে স্বাগত জানান।

    এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার চমৎকার হয়েছে। সাধারণত প্রথম মাসে এডিপি বাস্তবায়নের হার প্রায় শূন্যের কাছাকাছি থাকে নানা বাস্তবিক কারণে। কিন্তু এ বছর জুলাইয়ে বাস্তবায়নের হার ১ দশমিক ৮৪ শতাংশ। টাকার অংকে এটা ৩ হাজার ৯৫১ কোটি টাকা। এই বিশাল পরিমাণ টাকা আমরা জুলাই মাসেই ব্যয় করেছি। একই সময়ে গত অর্থবছরে এই হারের পরিমাণ ছিল দশমিক ৫৭ শতাংশ। দশমিক ৫৭ শতাংশ থেকে আমরা এটাকে উঠিয়েছি ১ দশমিক ৮৪ শতাংশে। প্রায় তিন গুণ বেড়েছে। টাকার অংকে তো গত অর্থবছরে আরও কম ছিল; মাত্র ১ হাজার ৮৭ কোটি টাকা ছিল ২০১৮-১৯ অর্থবছরের জুলাইয়ে ব্যয়। গত অর্থবছরের তুলনায় এ অর্থবছরে টাকার পরিমাণও অনেক বেড়েছে।’

    এটা কীভাবে সম্ভব হলো? ব্যাখ্যা দিয়ে এম এ মান্নান বলেন, ‘আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রণালয়ের মাধ্যমে না দিয়ে প্রকল্প পরিচালকদের কাছে সরাসরি টাকা চলে যাচ্ছে। এর ফলটা আপনারা দেখলেন সরাসরি।’


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:৪৮ পিএম | বুধবার, ২১ অগাস্ট ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    November 2023
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি