বিবিএনিউজ.নেট | সোমবার, ০৮ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 633 বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক; যার নেতৃত্বে বিজিএমইএ নির্বাচনে ‘সম্মিলিত ফোরাম’ প্যানেলের সবাই বিজয়ী হয়েছেন। প্যানেল প্রধান হিসেবে রুবানা হকের সভাপতি হওয়া এখন প্রায় নিশ্চিত।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিএমইএ সভাপতি।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ফোরাম’ প্যানেলের সবাই জয়ী হন। আগামী ২০ এপ্রিলের মধ্যে পরিচালকদের ভোটে সভাপতি, সহ-সভাপতিসহ পরিচালনা পর্ষদ নির্বাচন হবে।
রুবানা হক বিজিএমইর সভাপতি নির্বাচিত হলে তিনিই হবেন দেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের প্রথম নারী সভাপতি।
Posted ২:২০ অপরাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed