নিজস্ব প্রতিবেদক | ১৭ জানুয়ারি ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ
গত ১৫ জানুয়ারি রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের শেয়ারবাজার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বিএসইসি চেয়ারম্যান। এ সময় বিএসইসির চেয়ারম্যানকে শেয়ারবাজারের উন্নয়নে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী । বৈঠকের প্রভাে শেয়ারবাজার পরিস্থিতি বেশ চাঙ্গা হতে শুরু করেছে।
জানা যায়, প্রধানমন্ত্রীর নিকট শেয়ারবাজারের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান। এ সময় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির উন্নয়নের সাথে সাথে শেয়ারবাজারকেও বিকশিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিএসইসির চেয়ারম্যান। এ সময় শেয়ারবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। দেশের শেয়ারবাজারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আশা করছি সামনের দিনগুলোতে শেয়ারবাজার আরো বড় হবে।
বাংলাদেশ সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |