| ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:২১ অপরাহ্ণ
ন্যাশনাল লাইফের পিকনিক-২০২৩ এর লটারীতে প্রায় ৬০টি পুরস্কার প্রদান করা হয়।
লটারী ব্যবস্থাপনার নিয়োজিত কর্মকর্তাবৃন্দ সর্বশেষ এক নাম্বার পুরস্কারের কুপন তুলতে মঞ্চে অবস্থানরত কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিনকে অনুরোধ জানায়।
তৎপ্রেক্ষিতে ঘূর্ণায়মান বাক্সে থাকা সকল কুপন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ থেকে একটি কুপন তুলে তিনি ঘোষকের হতে তুলে দেন। কাক্সিক্ষত পুরস্কারের জন্য তখন সবাই উদগ্রীব। আকর্ষণীয় শব্দের মোহনীয় ভঙ্গিতে ঘোষক একের পর এক নাম্বার মাইকে বলতে থাকে, মাঠে তখন টান টান উত্তেজনা।
সর্বশেষ নাম্বারটি ঘোষণা করা হলে মাঠের কারো কুপনের মিল পাওয়া যায়নি। পরে সিইও তার পকেটে থাকা কুপন বের করে দেখেন ঘোষিত নাম্বারের সাথে তার একটি কুপন মিলে যায়। তুমুল করতালির মধ্যে দিয়ে উপস্থিত সবাই সিইওকে সবাই শুভেচ্ছা জানায়। পরে নির্বাহীবৃন্দ সিইওর হাতে পুরস্কার তুলে দেন।
উপস্থিত সবাই সিইওর লটারি জয়কে ‘ভাগ্য বলে কথা’ হিসেবে অভিহিত করেন।
বাংলাদেশ সময়: ৮:২১ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | rina sristy