• প্রাইম ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

    নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই ২০২১ | ১:৫৮ অপরাহ্ণ

    প্রাইম ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
    apps

    পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই জন্য প্রতিষ্ঠানটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে আবেদন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনা করার জন্য নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

    Progoti-Insurance-AAA.jpg

    গত ৬ জুন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ৩৪০তম বোর্ড সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন কোম্পানিটির পরিচালকরা।

    সিদ্ধান্ত অনুসারে, ‘প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’কে ‘প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’এ পরিবর্তন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আবেদনের নির্দেশনা দেয়া হয় ওই বোর্ড সভায়।


    গত ১৬ জুন আইডিআরএ’র কাছে পাঠানো চিঠিতে প্রাইম ইন্স্যুরেন্স জানিয়েছে, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার একটি দেশ। এখানে অনেকগুলো ইসলামী ব্যাংক রয়েছে। ব্যাংক ও বিমা খাত দু’টি পারস্পারিক সম্পর্কযুক্ত। ইসলামী শরীয়ার ভিত্তিতে বীমা পরিচালনা করা গেলে ব্যবসা বৃদ্ধি পাবে এবং ব্যাবসায়িকভাবে বিমা কোম্পানি লাভবান হবে।

    এসব দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে গত ৬ জুন ২০২১ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪০তম সভায় প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কার্যক্রম কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে শরিয়াহ ভিত্তিতে পরিচালনা জন্য কোম্পানির নাম পরিবর্তন করে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি