বিজ্ঞপ্তি | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 151 বার পঠিত
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মঙ্গলবার (৩রা ডিসেম্বর) মেসার্স চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের (সিইইসি) মেরিন কার্গো ক্লেইমের ৯৮ লাখ ৪৭ হাজার ১১৬ টাকার চেক হস্তান্তর করেছে।
চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের (সিইইসি) শি ইউহাও এবং মি.উজিয়ানকং প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সাহাদেত হোসেনের কাছ থেকে চেক গ্রহণ করেন।
এ সময় কোম্পানির সিইও আব্দুল হামিদ এফসিএ, সুজিত কুমার ভৌমিক, অ্যাড.এমডি (টেক), আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. এমডি (অপারেশন), সাহারিয়ত হোসেন ভূঁইয়া, অ্যাড. এমডি (মার্কেটিং), প্রবীর কুমার চক্রবর্তী, সহকারী এমডি এবং হেড অফ ক্লেম, শেখ মনিরুল ইসলাম, এসইভিপি ও হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন এবং এস্টেট লগ. এবং কোম্পানির সিএফও ওবায়দুল আকবর উপস্থিত ছিলেন।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy