বিবিএনিউজ.নেট | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | 1254 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হয়।
ইজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে কোম্পানির আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের ৮৩নং অনুচ্ছেদ সংশোধন করা হয়।
প্রস্তাবিত সংশোধনে কোম্পানির পরিচালকের সংখ্যা ১২ জনের বেশি হবে না। বর্তমানে ক-শ্রেণীর শেয়ার সদস্যদের (উদ্যোক্তাদের) মধ্যে থেকে ৭ জন পরিচালক পরিচালনা পর্ষদে থাকবেন। জনসাধারণের অংশের মধ্যে থেকে পরিচালক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃক নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন হবে। স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত পদ্ধতি অনুযায়ী নির্বাচন হবে।
এর আগে কোম্পানির ৮৩নং অনুচ্ছেদে ছিল পরিচালকের সংখ্যা ১৭ জনের বেশি হবে না। বর্তমানে ক-শ্রেণীর শেয়ার সদস্যদের (উদ্যোক্তাদের) মধ্যে থেকে ১০ জন পরিচালক পরিচালনা পর্ষদে থাকবেন।
Posted ১২:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed