
| শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 1062 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভায় ইউনিট হোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষনা করা হয়েছে।
আইসিবি অ্যাসেট ম্যানজমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৯৭ পয়সা, আগের বছর একই সময় তা ছিল ১ টাকা ১৭ পয়সা।
৩১ ডিসেম্বর,১৮ শেষে ফান্ডটির ক্রয়মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময় ছিল তা ছিল ১৭ টাকা ৬১পয়সা। আলোচ্য সময়ে বাজার মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১৩ টাকা ২৮ পয়সা।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed