মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

প্রায় সাড়ে ৫০ হাজার কোটি টাকার পুঁজি ফিরেছে বিনিয়োগকারীদের

  |   শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   69 বার পঠিত

প্রায় সাড়ে ৫০ হাজার কোটি টাকার পুঁজি ফিরেছে বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ আগস্ট) প্রায় সাড়ে ৫০ হাজার কোটি টাকার পুঁজি ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা। অর্থাৎ গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে প্রায় সাড়ে ৫০ হাজার টাকার। একই সঙ্গে বেড়েছে সূচক ও টাকার অংকে লেনদেন। যদিও আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯০.৮৭ পয়েন্ট বা ১১.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪.৮১ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১০৯.৫৩ পয়েন্ট বা ৯.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৪.৯১ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ২৩১.৮৮ পয়েন্ট বা ১২.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩২.৭৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৭৪.৪৭ পয়েন্ট বা ৪.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৬.২৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৩৩৯টি, কমেছে ১১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার শেয়ার ৬ লাখ ৬৬ হাজার ৮৩২বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৪৫ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা বা ৩৯.৪৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫০ হাজার ৫৪৫ কোটি ২ লাখ টাকা ১০ হাজার টাকা বা ৭.৭৪ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮০.৫২ পয়েন্ট বা ১১.১১৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৯৯.৭৬ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১০১৮.৭০ পয়েন্ট বা ১১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৩২.০১ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৪৩.৮৩ পয়েন্ট বা ১৩.২৫ শতাংশ এবং সিএসআই সূচক ৮৩.৫৯ পয়েন্ট বা ৮.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২২৯.৫৩ পয়েন্টে এবং এক হাজার ৬৬.৮৬ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১৪৪৬.৭৫ পয়েন্ট বা ১২.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬৯.৭৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২৫৬টি, কমেছে ৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬০ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার ৯৬১ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৯৬ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৩০১ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৩৬ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৩৩৯ টাকা বা ৩৪.৩৮ শতাংশ।

 

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।