| ১২ আগস্ট ২০২১ | ১:২১ অপরাহ্ণ
ঘরে বসে অনলাইনের মাধ্যমে ব্যাংকের নতুন হিসাব খোলার সুবিধার্থে সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও এসএসএলকমার্জ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ এবং এসএসএল ওয়ারলেসের গ্রুপ এডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান সৈয়দ নওশের আলী; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহসান খলিল উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ সম্পর্কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ বলেন, ‘করোনা মহামারির পরিস্থিতিতে মানুষকে ঘরের বাইরে না এসেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দেয়ার জন্যই এই উদ্যোগ। এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে মানুষের নিরাপত্তার পাশাপাশি ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া খুব সহজ হবে।’
এই সার্ভিসের মুখ্য কর্মকর্তা হিসেবে কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মো. জামিল হোসাইন, সিএমএ বলেন, ‘গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে অনলাইনে হিসাব খোলার পাশাপাশি খুব শিগগিরই বাংলা কিউআর চালু করবে প্রিমিয়ার ব্যাংক, যেখানে স্মার্টফোন দিয়ে পিমানি অ্যাপের মাধ্যমে ক্রেতারা ডিজিটালি পেমেন্ট করতে পারবেন।’
বাংলাদেশ সময়: ১:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy