| বুধবার, ১৯ জুন ২০২৪ | প্রিন্ট | 44 বার পঠিত
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হামিদুল্লাহ ভূঁইয়া ইন্তেকাল করেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে বেলা তিনটার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগে আনা হয়। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা হয়। পরে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
হামিদুল্লাহ ভূঁইয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই গভীর শোক প্রকাশ করেছে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪
bankbimaarthonity.com | rina sristy