• সুদের ৬১ লাখ টাকা আত্মসাৎ

    ফারইস্ট ফাইন্যান্সের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    | ১৩ এপ্রিল ২০২২ | ৩:৪০ অপরাহ্ণ

    ফারইস্ট ফাইন্যান্সের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
    apps

    ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধ দেখিয়ে ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শান্তুনু সাহাসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মঙ্গলবার (১৩ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ মামলাটি দায়ের করেন।

    Progoti-Insurance-AAA.jpg

    কমিশনের উপ পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলা করার তথ্য জানিয়ে বলেন, এর আগে গত ৬ এপ্রিল মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক।

    আসামিরা হলেন- ফারইস্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শান্তনু সাহা, সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. হাফিজুর রহমান, সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আহসানুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হক চৌধুরী।


    এজাহারে অভিযোগ করা হয়, বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধ দেখিয়ে ব্যাংকের নামে চেক ইস্যু না করে বিভিন্ন ভুয়া ব্যক্তির নাম দেখিয়ে তারা ৬১ লাখ ২০ হাজার ১১ টাকা তুলে আত্মসাৎ করেন। এ জন্য ১১টি বাহক চেক দেওয়া হয়।

    যেসব ব্যক্তির নামে চেক ইস্যু দেখানো হয়েছে দুদকের অনুসন্ধানে তাদের অস্তিত্ব পাওয়া যায়নি উল্লেখ করে মামলায় বলা হয়, ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত সময়ে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে।

    আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং অর্থ পাচার প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    আর্কাইভ ক্যালেন্ডার

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি