নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 108 বার পঠিত
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোম্পানির চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের পক্ষে মোশাররফ হোসেন ভূঞা গত ১৪ আগস্ট শাহবাগ থানায় জিডি করেন (জিডি নং ৬২২)।
জিডিতে উল্লেখ করা হয়, আমরা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারী চাকরিতে পুনর্বহালের দাবিতে ১৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচী পালন শেষে র্যালি করে কোম্পানির ৩৫ তোপখানা রোডস্থ প্রধান কার্যালয়ের সামনে যেয়ে অবস্থান কর্মসূচি পালন করি। এ সময় কোম্পানির চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং বীমা গ্রাহকদের মরনোত্তর ও মেয়াদপূর্ণ বীমা দাবি পরিশোধ করার দাবি জানিয়ে বক্তব্য রাখার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করি। এরপর বিকেল ৩ টা ৫৭ মিনিটে বিবাদি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদ তার মোবাইল নম্বর থেকে আমার মোবাইলে ফোন করে আমাকে প্রাণ নাশের হুমকি দেন। এ ঘটনায় আমি নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
Posted ২:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy