• ‘ফার্স্ট ফ্লাশ চা’ নিয়ে আসছে হালদা ভ্যালি

    বিবিএনিউজ.নেট | ১৯ মার্চ ২০১৯ | ১:১১ অপরাহ্ণ

    ‘ফার্স্ট ফ্লাশ চা’ নিয়ে আসছে হালদা ভ্যালি
    apps

    চায়ের সমঝদারদের জন্য দুই ধরনের ‘ফার্স্ট ফ্লাশ চা’ নিয়ে আসছে হালদা ভ্যালি।

    সোমবার হালদা ভ্যালির গুলশান অফিসে ফার্স্ট ফ্লাশ চায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    Progoti-Insurance-AAA.jpg

    চীনের চা বিশেষজ্ঞ লু জিয়াং ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালদা ভ্যালি ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক শামীম খান, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট আশিক পাশা এবং ব্র্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান।

    অনুষ্ঠানে জানানো হয়, ২১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে এই দুই ধরনের চা।


    ‘ফার্স্ট ফ্লাশ ড্রাগন ওয়েল গ্রিন টি’ পাওয়া যাবে ৭৫ গ্রামের প্যাকেটে এবং ‘ফার্স্ট ফ্লাশ সিলভার নিডল হোয়াইট টি’ পাওয়া যাবে ৫৫ গ্রামের প্যাকেটে।

    বসন্তের একদম শুরুতে সদ্য জন্মানো পাতা থেকে যে চা তৈরি হয়, তাকেই বলা হয় ফার্স্ট ফ্লাশ চা। সুগন্ধি, উজ্জ্বলতা আর স্বাদের কারণে সারাবিশ্বেই ফার্স্ট ফ্লাশ চায়ের চাহিদা রয়েছে।

    গত কয়েক বছর ধরে চীনের চা বিশেষজ্ঞ লু জিয়াং হালদা ভ্যালির সঙ্গে চায়ের আন্তর্জাতিক বাজার ও মান-নিয়ন্ত্রণ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

    হালদা ভ্যালির চা-বাগানটি চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী তীরে অবস্থিত।

    ঢাকার ধানমণ্ডির মিনা বাজার, গুলশানের স্বপ্ন ও ইউনিমার্ট, ঢালী সুপারশপ, আগোরা, বসুন্ধরার মেহেদি মার্ট এবং চট্টগ্রামে আগোরা ও খুলশি মার্টে পাওয়া যাবে হালদা ভ্যালির ফার্স্ট ফ্লাশ চা।

    যারা ঘরে বসে এই চা পেতে চান তারা অর্ডার করতে পারেন ই-কমার্স সাইটগুলোতে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি