বিবিএ নিউজ.নেট | ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ৩:৫৩ অপরাহ্ণ
শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে নতুন তিনটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
আজ রোববার বরিশাল জেলার উজিরপুরের মিয়ারহাট বাজারে, ভোলা সদরের ব্যাংকারহাট বাজারে ও মানিকগঞ্জ জেলার সিংগাইরের জামশা বাজারে এসব এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy