| ২২ জুন ২০২১ | ৫:০৬ অপরাহ্ণ
শরীয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৪টি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুন) উপশাখাগুলোর উদ্বোধন করা হয়।
উপশাখাগুলো হলো চট্টগ্রামের মীরসরাইয়ে বারৈয়ারহাট উপশাখা, কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা বাজার উপশাখা, ঢাকার হাজারীবাগে হাজারীবাগ উপশাখা, যশোরের ঝিকরগাছায় ছুটিপুর বাজার উপশাখা।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখাগুলোর উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক এবং মো. মাসুদুর রহমান শাহ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৫:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy