
সামসুদ্দীন চৌধুরী | রবিবার, ১৩ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 959 বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য খাতের প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডস্ লিমিটেড এর ২২ তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি আর্মি গলফ ক্লাব ঢাকায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে কোম্পানির চেয়ারম্যান আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন কমল কান্তি মন্ডল, বিপ্লব চক্রবর্তী, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ আহমেদ চৌধূরী সিআইপি ও চীফ অপারেটিং অফিসার এ.এস.এম বদিউজ্জামান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ আহম্মেদ চৌধুরী শেয়ারহোল্ডারদের উপস্থাপিত প্রশ্নের ব্যাখায় জানান, সরকারি কোষাগারে এ বছর প্রতিষ্ঠান ২৯ কোটি ৮০ লাখ টাকা কর প্রদান করেছে, যা গত অর্থবছরে ছিল ২৫ কোটি ২২ লাখ টাকা।
প্রতিষ্ঠানটি গত বছর থেকে এই বছরে ৪ কোটি ৫৮ লাখ টাকা বেশি কর প্রদান করেছে। প্রতিষ্ঠানটি মোট সম্পদ আলোচ্য অর্থবছরে ১৬৮ কোটি ১৭ লাখ টাকায় দাড়িয়েছে যা গত অর্থবছরে ছিল ১৫৮ কোটি ১৯ লাখ টাকা। বর্তমান সম্পদ গত অর্থবছরে ছিল ৯৬ কোটি ৭৮ লাখ টাকা যা ২০১৭-১৮ অর্থবছরে বেড়ে ১০৬ কোটি ৬৮ লাখ টাকায় দাড়িয়েছে। ১৬৫২ জন কর্মকর্তা-কর্মচারী সম্বলিত প্রতিষ্ঠানটির নেট এ্যাসেট ভ্যেলু ১১ টাকা ৩৪ পয়সা থেকে ১১ টাকা ৯৮ পয়সায় দাড়িয়েছে। প্রতিষ্ঠানটি এই বছর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed