নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভা বুধবার (১৪ আগস্ট) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এনামুল হক।
সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বীমা দাবি কমিটির চেয়ারম্যান ছবিরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান সফর রাজ হোসেন, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মো. মাহফুজুর রহমান, পরিচালক বেগম খাদিজাতুল আনোয়ার, মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক, ফারাজ করিম চৌধুরী ও জিয়া উদ্দিন, অলটারনেট পরিচালক সৈয়দ আমজাদ হোসেন, জসিম উদ্দিন ও রাশেদা বেগম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৩ সালের বার্ষিক হিসাব ও ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভা সঞ্চালন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারী শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।
Posted ৯:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy