বিবিএনিউজ.নেট | ১৩ জুলাই ২০২০ | ২:৩৯ অপরাহ্ণ
জাতীয় ক্রীড়া পরিষদ কিছুদিন আগে ১০০০ অসহায় ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দিয়েছেন। সেখানে বাস্কেটবল খেলোয়াড় ছিলেন ১০ জন। এই ১০ জনের বাইরেও অনেক বাস্কেটবল খেলোয়াড় আছেন যাদের আয়-উপার্জন নেই।
করোনাকালে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এমন অসহায়দের মধ্যে ১০০ জনকে বেছে নিয়ে নিজেদের উদ্যোগে সাহায্য করতে যাচ্ছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নানা সীমাবদ্ধতা থাকার পরও উপার্জনহীন ১০০ জন খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেয়া হবে। প্রত্যেক খেলোয়াড়কে ৩ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনটি।
ঢাকায় যারা বাস্কেটবল খেলেন তাদের বেশিরভাগই সচ্ছলঘরের ছেলে-মেয়ে। অসহায়দের বেশিরভাগই জেলা পর্যায়ের উদীয়মান খেলোয়াড়। জেলা পর্যায় থেকেই ১০০ জনের তালিকা করে তাদের কাছে টাকা পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে ফেডারেশন।
এর আগে ১০ জন বাস্কেটবল খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে প্রদান করায় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ধন্যবাদ জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে।
বাংলাদেশ সময়: ২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed